টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির সভা

এফএনএস ( টাঙ্গাইল ) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৪:২৪ পিএম
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির সভা


টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে টাঙ্গাইল সদর থানার ১নং মগড়া ইউনিয়ন পরিষদের সামনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মগড়া ইউনিয়ন মহিলাদল আয়োজিত অনুষ্ঠানে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে 

অনুষ্ঠানের বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের ‍ সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ, সদর থানা যুবদলের আহবায়ক খন্দকার কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, সদর থানা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন। এ সময় উপস্থিত ছিলেন মহিলাদল নেত্রী রহিমা বেগম, সোনিয়া হামজা, নাসরিন আজাদ, শাহনাজ পারভিন, প্রমুখ। অনুষ্ঠান শেষে মহিলা কর্মীদের হাতে টুকুর পক্ষ থেকে উপহার তুলে দেন বিএনপি নেতৃবৃন্দরা।

আপনার জেলার সংবাদ পড়তে