বগুড়ায় বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এটিএসআই ও এক কনেস্টেবলকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যাওয়া আসামি নিশানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার।
পুলিশের এই কর্মকর্তা জানান, জেলা গোয়েন্দা শাখা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাকিব হোসেনের নের্তৃত্বে ডিবি পুলিশ ও উপশহর ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে ১৯ জুন দিবাগত রাত তিনটার সময় নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাতলা উপজেলার নওদাবগা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে গুরুত্বর রক্তাক্ত জখম করে পালানো সাজা প্রাপ্ত ওরেন্টভুক্ত আসামী মুরাদুন্নবী নিশান গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গত ১৫ জুন বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনেস্টেবল মানিকুজ্জামান জিআর-৪৬৮/১৯ (সদর) এর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী নিশানকে গ্রেফতার করিতে গেলে নিশান ওই দুই পুলিশ সদস্যকে এলোপাথারী ছুরিকাঘাতে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। এ বিষয়ে বগুড়া সদর থানায় (১৬ জুন) একটি মামলা হয় মামলা নং-৩২ ধারা-২২৪/২২৫/৩৫৩/৩৩৩/১৮৬ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। আসামী নিশান দীর্ঘদিন যাবত তার নিজ এলাকায় মাদক ব্যবসা, অপহরন, চুরিসহ বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ড পরিচালনা করিয়া আসছিলো। তার বিরুদ্ধে ইতিপূর্বে অপহরন, মাদক, চুরিসহ ০৫ টির অধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
আসামী নিশানের উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।