শেরপুরে ঘুষ না দেয়ায় মিথ্যা প্রতিবেদন দেয়ার অভিযোগ

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৫:৩৩ পিএম
শেরপুরে ঘুষ না দেয়ায় মিথ্যা প্রতিবেদন দেয়ার অভিযোগ

বগুড়ার শেরপুর উজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার দুলাল চন্দ্র প্রামানিকের বিরুদ্ধে ঘুষ দাবি ও উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। শেরপুর উপজেলার মোছা. উমিলা ওরফে এমিলা বেগম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে শেরপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমিলা বেগম অভিযোগ করে বলেন, “মামলার তদন্ত করতে এসে সার্ভেয়ার দুলাল চন্দ্র আর্থিক সুবিধা দাবি করেন। আমি তাতে রাজি না হলে তিনি ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন, যেখানে বলা হয় আমি দখল হারিয়েছি এবং গাছ কাটার অনুমতি দিয়েছি, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, “আমি এখনও জমির দখলে আছি এবং কোনো গাছ কাটার অনুমতি দিইনি। আমার উপর চাপ সৃষ্টি করতে তিনি এমন প্রতিবেদন দিয়েছেন।”

এর আগে গত মার্চ মাসের ২৫ তারিখে সারিয়াকান্দি উপজেলার মোছাঃ ফেরদৌসি বেগম একই সার্ভেয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন জেলা প্রশাসকের কাছে। তিনি অভিযোগে বলেন, “সার্ভেয়ার দুলাল চন্দ্র তদন্তের সময় সরাসরি ঘুষ দাবি করেন। আমি তাতে সাড়া না দিলে তিনি আমার বিরুদ্ধেই প্রতিবেদন দেন।”

এ বিষয়ে জানতে চাইলে সার্ভেয়ার দুলাল চন্দ্র প্রামানিকের মুঠোফানে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তাকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে