ডিএসসিসিতে নাগরিক সেবা বিঘ্নিত: দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ’র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৫:৩৮ পিএম
ডিএসসিসিতে নাগরিক সেবা বিঘ্নিত: দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ’র

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এ নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, পরিস্থিতির অবনতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আর চুপ করে বসে থাকার সুযোগ নেই। খুব শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে ‘উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন’ উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বর্তমানে ডিএসসিসির কার্যক্রম প্রায় অচল হয়ে আছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার অনুসারীরা নগর ভবনে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন এ ধরনের শপথের সুযোগ নেই। এরপরও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাকপন্থীরা।

এই অচলাবস্থার কারণে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “সিটি করপোরেশনের ভেতরে কিছু সমস্যা চললেও বাইরে থেকে আমরা যতটা পারছি সেবাকে সচল রাখার চেষ্টা করছি। তবে যেভাবে নাগরিক সেবা ডেডলকের দিকে যাচ্ছে, এখন চুপ থাকার মতো পরিস্থিতি আর নেই।”

তিনি আরও বলেন, “এই সরকার সমন্বয়ের মাধ্যমে কাজ করে। তাই সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয় না। উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনার ভিত্তিতে যেই সিদ্ধান্ত আসবে, তা বাস্তবায়নের দায়িত্ব আমার।”

নগর ভবনে এক ‘স্বঘোষিত মেয়র’-এর অবস্থান এবং নাগরিক সেবা বন্ধ থাকা প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন, “সরকার সমস্যাটি সম্পর্কে যথেষ্ট সচেতন। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গেলে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকারও সেভাবেই কাজ করছে।”

তিনি জানান, সরকার চায় কোনো পক্ষকে উসকে না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। তবে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে না বলেও আশ্বাস দেন তিনি।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “এটি নিয়ে আমরা সতর্ক রয়েছি। স্থানীয় সরকার বিভাগ এরই মধ্যে একাধিক সভা করেছে। সিটি করপোরেশনগুলো বিষয়টি নিয়ে কাজ করছে। আপনারা হয়তো সবসময় তা চোখে দেখছেন না, তবে আমরা শিগগিরই ব্রিফ করবো— কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও কী নেওয়া হবে।”

তিনি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন এবং জানান, ডেঙ্গু মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে