কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২২টি দোকান ঘর দখল মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা ১২টি দোকান ও ১০টি ঘর গুড়িয়ে দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যাঁ, নাঙ্গলকোট সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা। বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা সাংবাদিকদের বলেন কিছু লোক রেলওয়ের জায়গায় দোকান নিমার্ণ করা হয়েছিল, তারা রেলওয়ের ভূমি ব্যবহারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।