গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৫:৫৭ পিএম
গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ঐ শ্রমিকের মো:সুমন শিকদার(৪৪),তিনি উপজেলার গজারিয়া ইউনিয়ন এর দক্ষিণ ফুলদী(শিকদার পাড়া)গ্রামের মৃত্যু সিদ্দিক হাজীর ছেলে।

বৃহস্পতি বার(১৯জুন)দুপুর  ১:৩০ঘটিকায় নিজ বাড়ীতে বৈদ্যুতিক সুইচ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় পরবর্তীতে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন 

বরকত উল্লাহ নামে স্থানীয় এক গ্রামবাসী জানান, গরুকে পানি খাওয়ানো জন্য বৈদ্যুতিক মটর চালু করার জন্য সুইচ লাগানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।মৃত্যুকালে তিনি মা,স্ত্রী,এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা:আরশাদ কবির বলেন,দুপুর ২টার পরে বিদুৎস্পৃষ্টের ঐ রোগীকে নিয়ে আসে তবে আমরা পরীক্ষা করে দেখি হাসপাতালে  নিয়ে আসার পূর্বেই তাঁর মৃত্যু ঘটে। 

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফন কাফনের জন্য তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে