মুফতী গিয়াস উদ্দিন আত তাহেরীর মিথ্যা মামলার প্রতিবাদ

এফএনএস (মহিউদ্দিন লিটন; বাজিতপুর, কিশোরগঞ্জ)
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৫ এএম
মুফতী গিয়াস উদ্দিন আত তাহেরীর মিথ্যা মামলার প্রতিবাদ

বাংলাদেশের বিভিন্ন স্থানে অলি-আওলিয়াগণের পবিত্র মাজার শরিফে ভাঙ্গচুর, লুটপাট ও মুফতী গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় বাজিতপুর বাজারের প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন, আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের সভাপতি, হাজী নুরুল ইসলামের নেতৃত্বে। বিক্ষোভ মিছিল শেষে সকাল সাড়ে ১১টায় প্রেস কøাব এর সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুন্নাত ওয়াল জামা‘আতের উপজেলা সভাপতি হাজী নুরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক মহরত আলী মাইজভান্ডারী, সিনিয়র সাধারণ সম্পাদক মামুন ইবনে আব্দুল মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাহীন ও মাও. ইমদাদুল হক প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে