চিলমারীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৬:৪৮ পিএম
চিলমারীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে পড়ে আবু আইয়ুব(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এক সন্তানের জনক ওই যুবক মৃগি রোখে আক্রান্ত সুস্থ্য-সবল ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাবেরতল চৌধুরীপাড়া এলাকায়। তিনি এলাকার আফসার আলীর পুত্র বলে জানা গেছে। 

এলাকাবাসী জানান, উপজেলার গাবেরতল চৌধুরীপাড়া এলাকার আফসার আলীর পুত্র আবু আইয়ুব(২৫)। তিনি আগে থেকে মৃগি রোগে আক্রান্ত কিন্তু সুস্থ্য-সবল ব্যাক্তি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে আইয়ুব আলী তার মাসহ বাড়ীর পাশ্বে থাকা পুকুরপাড়ে বসে ছিলেন। হঠাৎ মৃগি রোগের ঝাকুনি শুরু হলে অজ্ঞান হয়ে পুকুরের পানিতে পড়ে যায় সে। এসময় তার মা হাত ধরেও তাকে আটকাতে না পেরে এলাকাবাসীকে ডাক চিৎকার করতে থাকে। পরে এলাকাবাসী এসে গভীর পানির তল থেকে আইয়ুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রহিম বিষয়টি জানেন বলে জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে