কালিয়াকৈর বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৬:৫০ পিএম
কালিয়াকৈর বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) বিকেলে উপজেলার হিজলতলী এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন—চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডিজি রাব্বানী, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবীন, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার উদ্দিন বাবুল, বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খান, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন, আটাবহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ। আর আগে পারভেজ আহমেদের স্ত্রী লিপি আক্তার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
আপনার জেলার সংবাদ পড়তে