"দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় ৩দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ মেলা শুরু হয়। কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে (১৯-২১ জুন-২০২৫) আনুষ্ঠানিক ভাবে ফল মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন। উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাকের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফল মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাদের উৎপাদিত নানা জাতের মৌসুমী ফল প্রদর্শন করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ্, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, ভ্যালুচেইন প্রমোশনার অফিসার মোঃ আফজালুর রহমান, মোখলেছুর রহমান প্রমুখ। এছাড়া উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। এ মেলা আগামী ২১ জুন শনিবার পর্যন্ত চলবে।