কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, বিরল, দিনাজপুরের উদ্যোগে পার্টনার প্রোগ্রামের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে ক্লাস্টার ডেমোনস্ট্রেশন ফর গ্যাপ স্ট্যান্ডার্ড অফ ফ্রুটস এবং ভেজিটেবলস এর মাধ্যমে উৎপাদিত পটল, মিষ্টি কুমড়া এবং ব্যানানা ম্যাংগো দিনাজপুর জেলা শহরের সুপারশপ স্বপ্নের দু’টি আউটলেটে ডিএই, বিরলের পক্ষহতে সরবরাহ করা হয়েছে। এছাড়াও দিনাজপুরের কৃষি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ এনজিও পল্লী শ্রী যেখানে প্রতিদিনই প্রায় দুই থেকে তিনশত লোকের জন্য সকাল দুপুর ও রাতে পরিচ্ছন্ন খাবারের আয়োজন করে থাকেন তাদের সেই প্রতিষ্ঠানেও গ্যাপ প্রটোকল অনুসরণ করে উৎপাদিত এসকল কৃষিপন্য উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয়ের হাতে তুলে দেয়া হয়। আশাবাদ ব্যক্ত করে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম জানান, বাংলাদেশের কৃষক ও কৃষি উদ্যোক্তাগণ কৃষিকে বেগবান করবেন পার্টনার প্রোগ্রামের এই মহৎ আয়োজনের মাধ্যমে।