নবাবগঞ্জে শিশুদের মাঝে বড় দিনের উপহার বিতরণ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৪ এএম
নবাবগঞ্জে শিশুদের মাঝে বড় দিনের উপহার বিতরণ

দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন বড় দিন উপলক্ষে আনন্দ মেলা ও ২শ দরিদ্র শিশুকে উপহার হিসেবে শীত নিবারনের জন্য একটি করে লেপ প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প দাউদপুর বিডি-০২৭৮-এর উদ্যোগে তাদের দাউদপুর কেন্দ্রে কেন্দ্র ব্যবস্থাপক হিজল মান্ড্রীর সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে ইউ,পি চেয়ারম্যান আহসান হাবিব শিশুদের হাতে এ উপহার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা অফিসের সহকারী তত্বাবধায়ক সাবিয়া আফরিন, রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস চার্চ সংঘের সভাপতি শ্যামল মার্ডী, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তা পরিমল হেম্ব্রম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও শিশুদের অংশ গ্রহনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে