মধুখালীতে ১০ বছর পর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৭:১৪ পিএম
মধুখালীতে ১০ বছর পর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন

দীর্ঘ এক ১০ বছর পর হাজার হাজার নেতাকর্মীর স্লাগানে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা ও পৌর শাখার বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত। ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সম্মেলন থেকে কমিটি ঘোষনা করা হয়নি।

সম্মেলনের শুরু থেকেই উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা মাঠে আসতে থাকেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর‌্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ পরিণত হয় জনসমুদ্রে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রশিদ বাচ্চু এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. আজম খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া শপথ। এছাড়া বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম নাসির, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, মো. সেলিম মিয়া ও ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য সচিব  মো. মুরাদ হোসেন ।

বক্তারা বলেন, “যারা বিগত স্বৈরশাসক সরকারের সময় দলের পাশে ছিলেন, রাতের অন্ধকারে ঘুমাতে পারেননি, মামলা-হামলার ভয়ে ঘরছাড়া হয়েছেন-তাদেরই ত্যাগের মূল্যায়ন করা হবে এই নতুন নেতৃত্বে।”

এ সময় তারা আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন  মধুখালী উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, সদ্য বিলুপ্ত পৌর বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আলিম মানিক, বিলুপ্ত পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.ফরিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল, পৌর কৃষক দলের আহবায়ক মো. নুরুন্নবী মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এসএম মোক্তার হোসেন, সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসে খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিনসহ উপজেলা ও  পৌর কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির সভাপতি,সাধারন সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মী,সমর্থক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের পর দীর্ঘ ১০ বছর মধুখালী উপজেলায় কোনো কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এবারের সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এই সম্মেলনকে বিএনপির রাজনৈতিক পুনর্জাগরণ হিসেবে দেখছেন।

আপনার জেলার সংবাদ পড়তে