চট্টগ্রামের হাটহাজারীতে বৃহস্পতিবার( ১৯ জুন) ফল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কেন্দ্রীয় কর্মসূচি অনুসারে এই মেলার আয়োজন করেন। কৃষি অধিদপ্তর মিলনায়তনে মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন সিকদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান। এবারের কৃষি মেলার প্রতিপাদ্য বিষয় ছিল দেশী ফল বেশি খাই, আসুন সবাই ফলের গাছ লাগাই। উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান এর সঞ্চালনায় আয়োজিত সভায় অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, সমবায় কর্মকর্তা মো : বখতিয়ার, নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা,উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো: একরাম প্রমুখ।
প্রধান অতিথি ইউএনও , দেশীয় প্রজাতির ফলপুষ্টিগুন সম্পর্কে তুলে ধরেন মেলায়। সাধারন মানুষ অনেকে দেশীয় ফল সম্পর্কে জানেনা। বিদেশী ফলের তুলনায় দশ গুন পুষ্টিকর ও সুস্বাদু দেশীয় ফল।এছাড়াও মেলা ফলজ গাছ রোপনে ও তার গুনাগন সম্পর্কে জানতে পারবে।যেমন আকাশ মনি ও ইউক্যালিপটাস মানুষের জন্য এক ভয়ঙ্কর গাছ। অন্যান্য গাছ তুলনায় অক্সিজেন কম ছাড়ে। পাখিরাও এই গাছগুলোতে বসে না। এই গাছের পাতা ও ফুল মাটিতে পড়লে মাটি উজ্জলতা হারায়,। সবচেয়ে ভয়ংকর দিক হল, এই গাছের পাতা ও ফুলের গন্ধ শুকলে মানুষের মরন ব্যাধি ক্যানসারসহ নানা ধরনের জটিল রোগ সৃষ্টি হয়। আলোচনা সভাশেষে কৃষকদের মাঝে ফলজ গাছ, কৃষি উপকরন ও প্রনোদনা প্রদান করা হয়।