দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
এ সময়ে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা খাইরুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(দায়িত্বরত)মোফাজ্জেল হক,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জন্নু রাইন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহরিয়ার আকাশ সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মেলায় ৩ দিনব্যাপী এ মেলায় শোভা পাচ্ছে আম, জাম, কাঠাল, কলা, জামরুল, লেবু, ড্রাগন সহ প্রায় অর্ধশত বিভিন্ন মৌসুমী ফল। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত মেলাটি চলবে যা শেষ হবে আগামী২১ জুন শনিবার।দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। এছাড়া ১২ জন কৃষি উদ্যোক্তাদের মাঝে ১ টি করে ভার্মিকম্পোজ সার তৈরি যন্ত্র বিতরন করা হয়।