জামালপুরের মেলান্দহে অগ্নিকান্ডে কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ১৯ জুন সকালে বাঘাডোবা বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মেলান্দহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আসাদুজ্জামান জানিয়েছেন, সকাল ৭টার দিকে শাহজাহানের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে সব কিছুই ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাতের কারণ জানা গেছে।