মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় শিল্পী আক্তার (২৮) নামে এক নারী গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত শিল্পী আক্তার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের মেয়ে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উল্লেখিত গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা যায়,শিল্পী আক্তার গংদের সঙ্গে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে একই গ্রামের শুকুর আলী গংদের।এরই ধারাবাহিকতা বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির সামনে দাড়ানোর সাথে সাথে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শুকুর আলীর নেতৃত্বে সাব্বির ও মামুন সহ অজ্ঞাত ৫থেকে ৬ জন হাতে লাঠি, লোহার পাইপ নিয়ে শিল্পী আক্তারের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।পরে সেখান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার শিকার শিল্পী আক্তার জানান, আমার স্বামীর বাড়ি বি-বাড়িয়া। আমার স্বামী মালয়েশিয়া প্রবাসী। মায়ের অসুস্থতার খবর শুনে গেল বুধবার আব্দুল্লাহপুর গ্রামের বাড়িতে আসি। বৃহস্পতিবার সকালে শুক্কুর আলী ও তার লোকজন আমাকে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে নীলা ফোলা জখম করে। আমাকে তারা অন্যায় ভাবে মেরেছে। আমি তাদের বিচার চাই।
এ ঘটনায় শিল্পী আক্তারের বড় বোন লিপি আক্তার ৬জনের নাম অন্তর্ভুক্ত করে ওই দিন দুপুরে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত শুক্কুর আলীর মোবাইল নম্বরে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।