আশাশুনিতে দুর্যোগে সাড়াদানে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ জুন, ২০২৫, ০৮:২২ পিএম
আশাশুনিতে দুর্যোগে সাড়াদানে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

আশাশুনিতে দুর্যোগের সাড়াদানে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে  এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলার সদর ও শ্রীউলা ইউনিয়নে “স্ট্রেইনদেনিং ফোরকাস্ট বেইজড আরলি এ্যাকশনস ইন সাইক্লোন প্রোন কোস্টাল রিজিওন ইন বাংলাদেশ (স্টেপ প্রোজেক্ট)”প্রকল্পের এসিএফ এর সহযোগিতায় বাস্তবায়ন করছে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, ভেটোনারি সার্জন ডাঃ আঃ সালাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, শ্রীউলা প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে