দিনাজপুরের কাহারোল উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর হলরুমে দৈনিক খবর একদিন স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার সংবাদ মোঃ রশিদুল ইসলামের আয়োজনে, দৈনিক ইত্তেফাক, কাহারোল সংবাদদাতা ও দৈনিক উত্তর বাংলার স্টাফ রিপোর্টার কাহারোল মোঃ আব্দুল্লাহর সভপতিত্বে অনুষ্ঠিত হয় উপজেলার নবীন ও প্রবীন সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলা অনুষ্ঠিত হয় মঙ্গলবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সুকুমার রায়, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন টেলিভিশন প্রিন্টিং ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ। প্রবীন সাংবাদিকদের অভিজ্ঞতা ও পথচলার গল্পে অনুপ্রাণিত হয়েছে নতুন প্রজন্মের সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে আলোচনা হয় গণমাধ্যমের দায়িত্ব, সাংবাদিকদের পেশাগত মানন্নোয়ন এবং পারস্পরিক সহানুভূতির গুরুত্ব নিয়ে। একই সঙ্গে কাহারোল উপজেলায় সাংবাদিকতার মান আরো উন্নত করার ব্যক্ত করেন উপস্থিতি সকলেই।