কুলিয়ারচরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এফএনএস (মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২০ জুন, ২০২৫, ০২:৪৩ পিএম
কুলিয়ারচরে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

কিশোরগঞ্জে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আবু বক্কর মিয়ার নির্দেশে আবুল কাশেম, জাকির হোসেন সহ ৬-৭ জন লোক দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মোঃ হাবিব মিয়ার বাড়িতে গত ৭ দিন আগে (১৩/০৬/২০২৫) দুপুরের দিকে হামলা চালালে বাড়িঘর ভাঙচুর, লুটপাট সহ ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। এতে আবু বক্কর মিয়ার লোকজনের হামলায় মোঃ হাবিব মিয়া (২৫) গুরুতর আহত অবস্থায় কুলিয়ারচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে হাবিব মিয়ার মা আবু বক্কর মিয়ার লোকজন হুমকি দেয় যে সাড়ে ২৮ শতাংশ জমির উপর বেকু দিয়ে জোড় পূর্বক কেটে ফেলেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। হাবিব মিয়ার অভিযোগ আবু বক্কর মিয়ার ছেলে আবুল কাশেম এবং জাকির হোসেনের ভয়ে তিনি তার শ্বশুর বাড়িতে আশ্রয় নিলেও এখনো নিরাপত্তাহিনতায় ভোগছেন। এদিকে হাবিব মিয়ার মা তার মেয়ের জামাইয়ের বাড়ি পিরিজপুরে বর্তমানে আশ্রয়ের মধ্যে আছেন। প্রতিপক্ষ আবু বক্কর মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার সময় তার দুই ছেলে বাড়িতে ছিলো না বলে উল্লেখ করেন। এই ব্যপারে হাবিব মিয়া বাদী হয়ে আবু বক্কর, আবুল কাশেম, জাকির হোসেন, মামুন মিয়া সহ কয়েক জনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় অভিযোগ দায়ের করেন। কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছেন, পুলিশ ঘটনার স্থলে পৌচেছে বলে উল্লেখ করেন। এদিকে থানায় ছাড়াও প্রাণ রক্ষার জন্য হাবিব মিয়া কুলিয়ারচর সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে দুটি অভিযোগ দায়ের করেন।

আপনার জেলার সংবাদ পড়তে