শেরপুর সরকারি কলেজের ২০৯ শিক্ষার্থী পেলেন মেডিকেল-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২০ জুন, ২০২৫, ০৪:২৭ পিএম
শেরপুর সরকারি কলেজের ২০৯ শিক্ষার্থী পেলেন মেডিকেল-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

মফস্বল শহর থেকেও যে দেশের খ্যাতনামা সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া যায় তারই নজির স্থাপন করলেন শেরপুর সরকারি কলেজের শিক্ষাথীরা। সীমান্তবর্তী শেরপুর জেলার এ প্রতিষ্ঠানটি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দু’শতাধিক শিক্ষার্থী বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এনে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এসব শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ২৩ জন, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৮ জনসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ২০৯ জনের ভর্তির সুযোগ হয়েছে।

এ সাফল্য কলেজের জন্য একটি গর্বের মুহূর্ত, যা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের ফল বলে জানিয়েছেন শিক্ষকরা।

ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বিজয়া বণিক পূজা ও ঢাকা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মাহবুব ইরফা বলেন, মফস্বলে পড়াশোনা করেও দেশের খ্যাতনামা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায় না এটি একেবারেই সত্য নয়। নিয়মিত ক্লাসসহ শিক্ষকদের গাইডলাইন মেনে পড়াশোনা করলে দেশের খ্যাতনামা সরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া কোনো বিষয় নয়।

এ বিষয়ে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রউফ বলেন, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আমাদের কলেজ থেকে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ২৩ জন এবং বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৮ জনসহ মোট  ২০৯  শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। তাই কলেজের সব শিক্ষক ,কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করি আগামীতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা উচ্চ শিক্ষাগ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে