দুর্গাপুরে পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) : | প্রকাশ: ২০ জুন, ২০২৫, ০৫:৩২ পিএম
দুর্গাপুরে পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী শরিফুল (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫। 

গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার জয়নগর এলাকার কলনঠিয়া গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৫ সিপিএসসি এর একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে শরীফুলের হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। এবং তিনি একটি সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এ তথ্যের ভিত্তিতে তাকে দীর্ঘদিন যাবত র‌্যাব-৫ এর গোয়েন্দা দল কর্তৃক অনুসরণ করা হয়। 

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুর্গাপুরের জয়নগর কলনঠিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী শরীফুলকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে যা তার শ্বশুরবাড়িতে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে উক্ত বসতবাড়ির খড়ের ঘরের ভেতরে মাটির ২ ফিট গভীরে রাখা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শীর্ষ সন্ত্রাসী শরীফুল ও তার চক্রের অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‌্যাব-৫ এর গোয়েন্দা নজরদারি ও তৎপরতা চলমান রয়েছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে দুর্গাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে