স্বেচ্ছাসেবী সংগঠন গফরগাঁও হেল্পলাইনের ওয়েবসাইট উদ্বোধন

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ জুন, ২০২৫, ০৭:১২ পিএম
স্বেচ্ছাসেবী সংগঠন গফরগাঁও হেল্পলাইনের ওয়েবসাইট উদ্বোধন

ময়মনসিংহের গফরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “গফরগাঁও হেল্পলাইন”ছয় বছরের সেবামূলক পথচলার এক গৌরবোজ্জ্বল মাইলফলক অতিক্রম করলো গত বৃহস্পতিবার। সংগঠনের অর্ধযুগপূর্তি উপলক্ষে গফরগাঁও উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ আল মামুন উদ্বোধন করেন গফরগাঁও হেল্পলাইনের ওয়েবসাইটটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ আল মামুন বলেন, গফরগাঁও হেল্পলাইন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি মানবিকতার দৃষ্টান্তও রেখে যাচ্ছে। প্রযুক্তি এবং মানুষের সংযোগের এই যুগে তাদের নিজস্ব ওয়েবসাইট চালু  যুগোপযোগী এবং প্রশংসনীয় পদক্ষেপ।

গফরগাঁও হেল্পলাইনের প্রতিষ্ঠাতা আকরাম হুসাইন তাহসিন বলেন, আমরা যে পথচলা শুরু করেছিলাম ৬ বছর আগে, আজ তা একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। নতুন ওয়েবসাইটের মাধ্যমে গফরগাঁওয়ের যে কোনো ব্যক্তি প্রয়োজনীয় তথ্য ও সহায়তা খুব সহজেই পাবেন।

গফরগাঁও হেল্পলাইনের সাধারণ সম্পাদক তাশরিফ আহমাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক রুবেল মাহমুদ,  সংগঠনের অর্থ সম্পাদক  ইয়াসিন সাবেত।

আপনার জেলার সংবাদ পড়তে