নাটোরের লালপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার মূল লক্ষ্য ছিল তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় নির্ধারণ করা।
কর্মশালায় বক্তব্য উপস্থাপন করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মনজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মমিনুজ্জামান , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী মৃধা। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী।
কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা তামাক ব্যবহারের ক্ষতিকর দিক এবং এর কারণে সৃষ্ট বিভিন্ন রোগ সম্পর্কে বিশদ আলোচনা করেন। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ, তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচার বন্ধ, এবং তামাক চাষের পরিবর্তে বিকল্প ফসলের চাষে কৃষকদের উৎসাহিত করার উপর জোর দেওয়া হয়।
এছাড়া, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের কর্মশালা তামাকমুক্ত সমাজ গড়তে সহায়ক হবে এবং স্থানীয় পর্যায়ে তামাক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
শেষে বিশ্ব তামাক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকারী লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাইফী ইসলাম, দ্বিতীয় স্থান অধিকারী গোপালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী তানজীম তাবাসসুম নূরী ও তৃতীয় স্থান অধিকারী নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী মাহিশা বিনতে হক এর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।