কালীগঞ্জে সাংবাদিক আহাম্মদ আলীর পিতার দাফন সম্পন্ন

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ২০ জুন, ২০২৫, ০৯:২৫ পিএম
কালীগঞ্জে সাংবাদিক আহাম্মদ আলীর পিতার দাফন সম্পন্ন
গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আহাম্মদ আলীর পিতা মো. আমির উদ্দিন (৯০) বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় বার্ধক্যজনিত কারণে কালীগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২০ জুন) বাদ জুমা কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে উপজেলার বালীগাঁও সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা, নাতি-নাতনি আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মো: আমির উদ্দিন প্রায় ৯০ বছর পূর্বে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বালিগাঁও গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি একজন ধর্মভীরু, সদাচারী ও সমাজসেবায় নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন।

এলাকাবাসীর নিকট তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। মরহুমের মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বিদেহী আতœার মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ সময় তারা বলেন, সাংবাদিক আহমদ আলী আমাদের পরম সহকর্মী। মরহুম আমির উদ্দিন ছিলেন একজন শান্তিপ্রিয়, নীতিবান ও মানবিক গুণ সম্পন্ন মানুষ। তাঁর মৃতুুতে আমরা এক অভিভাবকতুল্য ব্যক্তিকে হারালাম। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আপনার জেলার সংবাদ পড়তে