চাঁদপুরে ১৩ জনকে ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ১২:২৫ পিএম
চাঁদপুরে ১৩ জনকে ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট প্রদান

চাঁদপুরে সোতোকান কারাতে সেন্টারের আয়োজনে ১৩ শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারাতে প্রশিক্ষক সাহাবুব পলাশের সঞ্চালনায় প্রধান প্রশিক্ষক মো. জসীম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জাতীয় কারাতে ফেডারেশনের কোচ মইনুল হোসেন, সোতাকান কারাতে সেন্টারের উপদেষ্টা সাংবাদিক আলম পলাশ। সম্প্রতি এই ১৩ জন ঢাকায় জাতীয় কারাতে ফেডারেশন আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্ল্যাকবেল্ট অর্জন করেন। সোতোকান কারাতে সেন্টার এ পর্যন্ত ২০ জন ব্ল্যাকবেল্ট অর্জন করেন। সম্প্রতি এই ১৩ জন ঢাকায় জাতীয় কারাতে ফেডারেশন আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্ল্যাকবেল্ট অর্জন করেন।

এরা হলেন-অথৈ সাহা, ফাহিম আহমেদ, মুবাছির রহমান মোন্তাছির, মো. ফারুক হোসেন, শাজাদাত গাজী, খাদিজা আক্তার, মাইশা, মাসনুন জারা, আইরিন সুলতানা, তাপসি রাবেয়া জামান ইচ্ছা, বিনায়ক সাহা, সুমাইয়া আক্তার ও মানসী মৃন্ময়ী জামান মেঘ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে