কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে ফুলবাড়ী টু কুলঘাট পাকা সড়কের গাবের তল ও সেখান থেকে ১৫০ গজ পরের কদমতলা খেজুরের তল নামক স্থানে দুটি সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত ৩ জন।
এরমধ্যে বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী টু কুলঘাট পাকা সড়কের গাবের তল এলাকায় একটি বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আশরাফ আলী ও মামুন মিয়া (২০) নামের দুই যুবক ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এরমধ্যে আশরাফ আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকালে মারা যায়। নিহত যুবক আশরাফ লালমনিরহাট জেলার ১নং ফুলগাছ এলাকার আশিকুজ্জামানের ছেলে। সে সেনাবাহিনীতে যোগদানের প্রক্রীয় ছিল বলে জানা গেছে।
অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় একই সড়কের কদমতলা সড়কের খেজুরতলা স্যানেটারী কারখানার পাশে অটোরিকশা ও ভুট্টা বোঝাই ভ্রানের সংঘর্ষে অটোরিকশার চালক নুর মহাম্মদ (৬৫) ও ভ্যান চালক রফিকুল ইসলাম (৫৮) আহত হয়েছে। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ফুলবাড়ী থানায় বেপরোয়্ াগতির ঘাতক কার যার নং ঢাকা মেট্র-গ-৩৭৭২৩৮-এর ড্রাইভার ও মালিকের বিরুদ্ধে অজ্ঞাত নামে মামলাা দায়ের হয়েছে। ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম শুক্রবার সন্ধ্যায় মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটি সড়ক পরিবহন আইন অনুযায়ী দায়ের করা হয়েছে।