সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা শহরের আশপাশে স্থাপনের দাবিতে শনিবার (২১ জুন) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রচার সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ‘সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন’ কমিটি।
আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শামস উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোনাজ্জির আহমদ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহিবুল ইসলাম, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, জেলা বিএনপির সদস্য আকবর আলী, এডভোকেট শেরেনুর আলী, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক রুহুল তুহীন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এডভোকেট এনাম আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, “সুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আমাদের এই আন্দোলন শিক্ষার্থী ও তরুণ সমাজকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে। এই দাবি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ঠিকানার প্রশ্ন নয়, এটি সুনামগঞ্জের প্রজন্মের উন্নয়ন ও ভবিষ্যতের সঙ্গে জড়িত। আমরা প্রত্যাশা করি, এই আন্দোলন জেলার প্রতিটি মানুষের হৃদয়ের আন্দোলনে পরিণত হবে।”
তারা আরও অভিযোগ করেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো একটি স্বচ্ছ ও গণমুখী সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ। বর্তমান উপাচার্য পূর্ববর্তী ফ্যাসিবাদী সিন্ডিকেটের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা এই সভা থেকে উপাচার্যের পদত্যাগ দাবি করছি।”
প্রচার সভা শেষে জেলা সদরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। আয়োজক কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।