শৈলকূপা খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০২:৫৩ পিএম
শৈলকূপা খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহের শৈলকূপা খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শৈলকূপা পৌর কমিটির সভাপতি আবু তালেব মিয়ার একটি ফেসবুক পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে তিনি দাবি করেছেন যে, একটি সিন্ডিকেট ৩০৭ জন কৃষকের নাম ব্যবহার করে ৯২০ টন ধান ও চাল আত্মসাৎ করেছে, যার আনুমানিক মূল্য ৩২ লক্ষ টাকা।

আবু তালেব মিয়া তার পোস্টে এই গুরুতর অভিযোগ উত্থাপন করে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, "কে বা কাহারা ইহার সাথে জড়িত অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষীদের সাব্যস্ত করা হোক।"

 শৈলকুপা পৌর বিএনপির সভাপতি   আরও অভিযোগ করেন যে, এই ধরনের কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা এই অপচেষ্টায় লিপ্ত তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।।তিনি শৈলকূপায় আর কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই অভিযোগের পর স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে, আবু তালেব মিয়ার এই পোস্ট শৈলকূপাসহ গোটা জেলায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে । এদিকে  কৃষকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে