সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে টনেডোর আঘাতে লন্ডভন্ড তিন গ্রামের অধিক ক্ষতিগ্রস্থদের মাঝে সাহায্য বিলি করেছে সেনবাগ উাপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিঊদ্দিন।
শনিবার বেলা ১১টার সময় পরিষদের সামনে উপজেলা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রানালয়ের মাধ্যমে অধিক ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের মাঝে ৬হাজার টাকার চেক , দুই বান্ডিল করে করে ডেউটিন ও খাবারের জন্য চাল,ডাল,আলু,লবন,তেল,চিনির একটি করে শুকনো খাবারের প্যাকেট তুলে দেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল ও ইউপি মেম্বার মিলন। নির্বাহী অফিসার জানান কম ক্ষতিগ্রস্থদেরকেও জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিপূরন দেওয়া হবে।
এরআগে গত ১৯জুন ভোরে সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউপির দেবীসিংহপুর, বিঞ্চুপুর ও গোপালপুর ৫মিনিটের এক ভয়াবহ টনেডোর আঘাতে তিনটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে।এতে ওই ইউপির দেবীসিংহপুর, বিঞ্চুপুর ও গোপালপুর গ্রামের অধিকাংশ কাঁচা ও সেমিপাকা ঘর বাড়ি ভেঙ্গে লন্ডভন্ড হয়েছে। অধিকাংশ ঘরের টিনের চালা টনেডোর আঘাতে উড়ে গেছে এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়ে গেছে। টনেডোর আঘাতে দুইটি বিদুতের পিলার ভেঙ্গে গেছে ও বেশ কয়েকটি পিলারের তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। টনেডোর আঘাতে বেশী ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের মাঝে সাহায্য প্রদান করা হয়। আংশিক ক্ষথিগ্যস্থদেরর মাঝেও জেলা প্রশাসকের মাধ্যমে সাহায্য দেওয়া হবে।