ভালুকায় সাপের ছোঁবলে পোষাক শ্রমিকের মৃত্যু

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৩:০৫ পিএম
ভালুকায় সাপের ছোঁবলে পোষাক শ্রমিকের মৃত্যু

ভালুকায় সাপের ছোঁবলে মো.জাহাঙ্গীর আলম (৪০) নামে পোষাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে চট্ট্রগ্রাম মিরসরাইলের এলাকার আবুল বাসারের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার মেহেরাবাড়ি গ্রামে। 

এলাকাবাসী জানায়,জাহাঙ্গীর আলম উপজেলার মেহেরাবাড়ি গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে বাসা ভাড়ায় থেকে একটি কারখানায় চাকুরি করতেন।  শুক্রবার রাতে ঘর থেকে বেড় হয়ে কারখানায় যাওয়ার পথে একটি বিষাক্ত সাপ তাকে ছোঁবল দেয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যান।

আপনার জেলার সংবাদ পড়তে