ইরানে ইসরায়েলি হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ৫ সদস্য নিহত

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৪:০৮ পিএম
ইরানে ইসরায়েলি হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ৫ সদস্য নিহত

ইসরায়েলি ভয়াবহ হামলায় ইরানে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ৫ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, শনিবার খোরামাবাদ শহরে ব্যাপক হামলা চালিয়ে বহু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এসময় পাঁচ সদস্য নিহত হয়েছেন।

ইরানি মিডিয়ার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

এর আগে শীর্ষ দুই কমান্ডারের নিহতের খবর আসে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরাইলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন। ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান (ইউএভি) ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়।