ভালুকায় দেশীয় অস্ত্র মাদক জব্দ, নারীসহ গ্রেপ্তার ২

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৫:১৯ পিএম
ভালুকায় দেশীয় অস্ত্র মাদক জব্দ, নারীসহ গ্রেপ্তার ২

ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার মাদক ব্যবসায়ী সবুজ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে আবু রায়হান ও সবুজ মিয়ার স্ত্রী শাহীদা আক্তার (২৮) কে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় সবুজ মিয়ার বাসা তল্লাশী করে ইয়াবা টেবলেট, গাঁজা, মদের বোতল, নগদ টাকা দেশীয় অস্ত্র ও মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ৯ টায় জামিরদিয়া এলাকায়।

এলাকাবাসী জানায়, সবুজ মিয়া তার বাড়ীতে দীর্ঘ দিন ধরে মাদক বেচাকেনার ব্যবসা করে আসছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশ তার বসতঘর থেকে ১০১পিস ইয়াবা টেবলেট, গাঁজা, মদের বোতল, নগদ টাকা দেশীয় অস্ত্র ও ১২টি মোবাইল জব্দ করে। সবুজ মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভালুকা মডেল থানার এসআই মশিউর রহমান বাদি হয়ে তিন জনকে আসামী করে অস্ত্র ও মাদক আইনে মামলা করেছে। মামলায় সবুজ মিয়াসহ তিনজনকে আসামী করা হয়েছে।

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান,মাদক ব্যবসায়ী সবুজ মিয়ার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার আবু রায়হান ও সবুজের স্ত্রী শাহীদা আক্তারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী মাদক বেচাকেনার মুল হোতা সবুজকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

আপনার জেলার সংবাদ পড়তে