চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ফটিকা নবারুণ সংঘের সার্বজনীন বাসন্তী উদযাপন পরিষদের পুনর্মিলনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। পূজা মান্ডব চত্বরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রবীন্দ্র কুমার বনিক (ভুমিদাতা, ফটিকা সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্ডব, ও রাম লোকনাথ সেবাশ্রম)। আমন্ত্রিত অতিথি ছিলেন কেশব কুমার বড়ুয়া( সভাপতি, হাটহাজারী প্রেস ক্লাব)। সেবাধর্মী সংগঠন জাগৃতির সাধারণ সম্পাদক সোহেল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সুব্রত সিংহ (টিংকু) (সভাপতি, ফটিকা সর্বজনীন শ্রী শ্রী দুর্গামন্ডব ও রাম লোকনাথ সেবাশ্রম) বিশেষ অতিথি ছিলেন শাপলা সেন (সভাপতি,ফটিকা নবারুন সংঘ), অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন নয়ন চৌধুরী (সাধারন সম্পাদক, ফটিকা নবারুন সংঘ), উজ্জ্বল সেন( সহ সভাপতি, শ্রী শ্রী সীতাকালী সেবক সমিতি), অজয় সেন ( প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক ফটিকা নবারুন সংঘ) লায়ন বিপুল কুমার বল (সভাপতি, লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি), লায়ন টিটন চৌধুরী ( সহ অর্থ সম্পাদক, লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি), গীতা শিক্ষালয়ের প্রশিক্ষক, দেবাশীষ স্যার, ও সৌমেনজিৎ স্যার, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উক্ত অনুষ্ঠান পবিত্র গীতা পাঠ এর মধ্যদিয়ে প্রারম্ভ হয়। শ্রীমদ্ভগবতগীতা থেকে পাঠ করেন ফটিকা মুরারী মোহন গীতাশিক্ষালয়ের মেধাবী শিক্ষার্থী অথৈ দেবনাথ। অনুষ্ঠানের প্রতিটি পর্ব সকলের উপস্থিতিতে সুন্দর,সুচারু, মনোমুগ্ধকর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।