সুজানগরে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা‌ সম্পন্ন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৫:৩৭ পিএম
সুজানগরে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা‌ সম্পন্ন

পাবনার সুজানগরে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শনিবার দুপুরে সম্পন্ন হয়েছে। ‌ সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই মেলার সমাপনী উপলক্ষে মেলাস্থলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‌ এতে বক্তব্য রাখেন  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিউল ইসলাম, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফারুক হোসেন চৌধুরী ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জাহিদ হোসেন‌ প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল প্রদর্শন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃষক ও কৃষাণীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে