প্রবীণ দলীয় কর্মী ‘তাহের ঠাকুর’র পাশে দাঁড়ালেন তারেক রহমান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৬:০১ পিএম
প্রবীণ দলীয় কর্মী ‘তাহের ঠাকুর’র পাশে দাঁড়ালেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় পাবনার চাটমোহর উপজেলার আশিয়োর্ধ দলীয় কর্মী ‘আবু তাহের ওরফে তাহের ঠাকুর’-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ একটি প্রতিনিধি দল।

শুক্রবার দুপুরে (২০ জুন) পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়ায় অবস্থিত আবু তাহের ঠাকুর-এর বাড়িতে যান তারা। নিজের ছেলে রবিউল করিম গোলামকে নিয়ে কামার শালায় কাজ করা সেই আশিয়োর্ধ দলীয় কর্মী আবু তাহের ঠাকুরের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এসময় তৃণমূল বিএনপি’র এই ত্যাগী কর্মী ও তাঁর পরিবারের শরীর-স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এছাড়া তারেক রহমান-এর পাঠানো উপহার সামগ্রী অসুস্থ আবু তাহের ঠাকুরের হাতে তুলে দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান,‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম,সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন,জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি,জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন,‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও রুবেল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ,যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক বাবু, চাটমোহর পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সিন্টু,চাটমোহর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক সেলিম রেজা, অধ্যক্ষ মাহমুদ আলম মাহমুদ,চাটমোহর পৌর বিএনপি’র সাবেক সভাপতি এ এম জাকারিয়া,জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান,ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ মিসবাহ,ছাত্রদলের সাবেক নেতা শাহরিয়ার আলম জর্জ,বিএনপি নেতা সিরাজুল ইসলাম,পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম,চাটমোহর উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন,সদস্য সচিব ফারুক হোসেন,পৌর যুবদলের সদস্য সচিব তানভঅর জুয়েল লিখন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন,এখনো আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। সৌধ নির্মাণ এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। এখনো পূর্ণাঙ্গ গণতন্ত্র আসেনি। তিনি বলেন আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু  হবে। যৌক্তিক সময়েই হবে। আরও অনেক দল যে দাবি করেছে সে আলোকেই নির্বাচন হবে। আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। 

রিজভী বলেন,ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু হয়েছে। 

তিনি বলেন, ১৬ বছরের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনো গুম আছে। নেতাকর্মীরা মামলা ও গ্রেপ্তার থেকে রক্ষা পায়নি। ফ্যাসিবাদের দিনগুলো ছিল ভয়ংকর। আজকে নির্ভয়ে আমরা কথা বলতে পারছি।  যখন ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছে, তখন থেকেই পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে