নাটোরের লালপুরে প্রাকীর্তি ফাউন্ডেশন কর্তৃক বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হারমোনিয়াম, ডুগি ও তবলাসহ এক সেট বাদ্যযন্ত্র উপহার দিয়েছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা রাতে লালপুর পাবলিক লাইব্রেরি ভবনে এই বাদ্যযন্ত্রগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকের হাতে তুলে দেওয়া হয়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দিন বাবু, পাবলিক লাইব্রেরী সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, লালপুর থিয়েটারের সভাপতি এ কে আজাদ সেন্টু, প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক তৌফিক সরোয়ার চপল, আরিফুল ইসলাম, গোলাম সারোয়ার মিলন প্রমুখ।