টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগ্নিবাজারে ইউনিয়ন বিএনপি অফিসে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বা বাঘিল ইউনিয়ন মহিলাদল আয়োজিত অনুষ্ঠানে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন এর সভাপতিত্বে
অনুষ্ঠানের বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। বক্তব্য রাখেন সাবেক জেলা যুবদলের যুগ্ন আহবায়ক তানভীর হোসেন সজল, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, বাঘিল ইউনিয়ন যুবদলের সভাপতি লোকমান হোসেন, অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়নাল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলনেত্রী শাহনাজ পারভিন, কনা বেগম, হাওয়া বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দরা। অনুষ্ঠান শেষে মহিলা কর্মীদের হাতে টুকুর পক্ষ থেকে উপহার তুলে দেন বিএনপি নেতাকর্মীরা।