বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৭:১৭ পিএম
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে পথচারীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোমিনুল ইসলাম (৩২) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় শরিফুল ইসলাম নামে মোটর সাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর গ্রামে জোনাইল-রাজাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত মোমিনুল ইসলাম রংপুর জেলার কাউনিয়া উপজেলার ভুটছড়া গ্রামের আছিম উদ্দিনের ছেলে। তিনি বেসরকারি সংস্থা টিএমএসএসের জোনাইল শাখার মাঠ কর্মী ছিলেন। এছাড়া আহত শরিফুল ইসলাম একই শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানান, দুপুরে মাঠকর্মী  মোমিনুল ইসলাম ও ব্যবস্থাপক শরিফুল ইসলাম মোটরসাইকেলে দিঘইর গ্রামে একজন গ্রাহকের বাড়িতে যাচ্ছিলেন। পথে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়ে মোমিনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সহকর্মীরা মোটরসাইকেলের অপর যাত্রী শরিফুল ইসলামকে গুরুতর অবস্থা উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে