হাতিয়ায় ৫শত দু:স্থ অসহায় পরিবার পেল শীতবস্ত্র

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৭ এএম
হাতিয়ায় ৫শত দু:স্থ অসহায় পরিবার পেল শীতবস্ত্র

নোয়াখালী হাতিয়ায় সুবিধা বঞ্চিত দু:স্থ নিন্ম আয়ের ৫ শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’ এর উদ্যোগে শীত মৌসুমে ব্যবহারের জন্য ৫টি করে আইটেমের একটি করে প্যাকেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) হাতিয়া উপজেলা পরিষদ হল রুমে মুসলিম এইড ইউকে এর আর্থিক সহায়তায় শীতকালীন প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া দ্বীপ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল হোসেন ও উদ্দীপনের প্রধান কার্যালয়ের কর্মকর্তা রওশন জান্নাত রুশনী, উপব্যবস্থাপক ও ফোকাল পার্সন (উইন্টার প্রজেক্ট) শরিফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক সোনাপুর অঞ্চল ও শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রমূখ।

শীত আক্রান্ত বিপদাপন্ন মানুষের সহায়তা কর্মসূচির আওতায় পাঁচ শত (৫০০) পরিবারের জন্য ১টি করে কম্বল, ৪টি সোয়েটার, ৪টি মাঙ্কী ক্যাপ, ৪ জোড়া মোজা, ১ টি পেট্রোলিয়াম জেলী ও একটি পরিবহন ব্যাগ বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, এটি একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ। অনেক অসহায় মানুষের শীত বস্ত্র কেনার সামর্থ্য থাকেনা। তিনি আরো বলেন, একটি দারিদ্রমুক্ত টেকসই দেশ গঠন করতে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বয়ক হিসেবে কাজ করতে হবে। উপকারভোগী নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। উদ্দীপন উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে সঠিক ভাবে করতে পেরেছে বলে প্রশংসার দাবি রাখে। তারা আজকে ৫০০ পরিবারের মাঝে এই শীতকালীন প্যাকেজ প্রদান করছে এবং ভবিষ্যতে এই ধরণের কর্মসূচি অব্যাহত রাখবে বলে আমার প্রত্যাশা।  

আপনার জেলার সংবাদ পড়তে