পাকুন্দিয়ায় হত্যা মামলার আসামীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৭:২০ পিএম
পাকুন্দিয়ায় হত্যা মামলার আসামীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

 কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হাবিবুল্লাহ নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামী হেলাল উদ্দিনকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (২১ জুন) সকালে উপজেলার গাংধুয়ারচর গ্রামে এ ঘটনাটি ঘটে। হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। এর আগে নিহতের স্ত্রী নিলুফা আক্তার বাদী হয়ে হেলাল উদ্দিনকে প্রধান আসামী করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত হাবিবুল্লাহ একই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি ইটালির সিসিলে থাকতেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে অবস্থান করছিলেন। 

জানা যায়, হত্যা মামলার প্রধান আসামী হেলাল উদ্দিনকে সকালে এলাকায় দেখতে পায় এলাকাবাসী। এ সময় নিহতের স্বজনরা ও বিক্ষুদ্ধ এলাকাবাসী একত্র হয়ে হেলাল উদ্দিনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে এলাকাবাসী হেলাল উদ্দিনের বাড়িতে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। 

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, এ মামলায় প্রধান আসামী হেলাল উদ্দিনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া আসামীর বাড়িতে ভাংচুর ও আগুন দেওয়ার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

উল্লেখ্য, সম্প্রতি হেলাল উদ্দিনের ছেলের সাথে খেলা নিয়ে নিহত হাবিবুল্লাহর ভাতিজার ঝগড়া হয়। বিষয়টি সালিশের মাধ্যমে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন হাবিবুল্লাহ। এর জেরে শুক্রবার হাবিবুল্লাহ বাড়ির পাশে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়া পথে বের হলে প্রতিপক্ষ হেলাল উদ্দিন ও তার লোকজন লাঠি ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায়। এতে হাবিবুল্লাহ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে