মুলাদীতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৭:২৮ পিএম
মুলাদীতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

মুলাদীতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। শনিবার বিকেল ৩টায় মুলাদী প্রেসক্লাব মিলনায়তে এক অনুষ্ঠানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়ার আয়োজন করা হয়। পরে ৩০ জন পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জুনায়েদ বিন কবির। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব এফ এম মাইনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, বরিশাল ইসলামী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহা. জিহাদ খান। বিশেষ অতিথি ছিলেন, মুলাদী উপজেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা মনিরুজ্জামান। এসময় উপজেলা, পৌর ও মুলাদী সরকারি কলেজ শাখার ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে