ভারতীয় সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে অবশেষে করোনা টেস্ট শুরু হয়েছে। দুপুরে করোনা টেষ্টের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা:স্বপন কুমার বিশ্বাস। জেলায় করোনা টেষ্টের কীট সংকটের কারণে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে করোনা টেষ্ট করার উদ্যোগ নিতে দেরি হলে ক্ষোভ প্রকাশ করেন রোগী ও তার স্বজনসহ সাধারণ মানুষ।
দেশের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা সংক্রমণ নতুন করে দ্রুত অধিকহারে বাড়তে থাকায় বাংলাদেশেও এর প্রাদুর্ভাব বাড়ার লক্ষণ দেখা দিয়েছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। অনেক জেলায় করোনা টেষ্টের কীট এসে পৌঁছালেও কুড়িগ্রামে গত শুক্রবার কীট পৌঁছালে গতকাল শনিবার থেকে শুরু করা হয় কোভিড-১৯ করোনা শনাক্তকরণ টেষ্ট।
করোনা টেস্ট উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা:শহীদুল্লাহ লিংকন ও সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা:মঈনুদ্দিন আহমেদসহ সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারীগণ উপ্িস্থত ছিলেন।তবে প্রথম দিনের কয়েকজনের করোনা টেষ্টে সকলেই নেগেটিভ ফল এসেছে বলে জানা গেছে।