মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বছাইয়ের জন্য মতামত গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ১১ টার সময় লৌহজংয়ে (লৌহজং-টঙ্গীবাড়ি) মুন্সিগঞ্জ-০২ আসনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে লৌহজংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশেষ মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব আলহাজ্ব কে এম আতিকুর রহমান।
সভায় লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন এবং আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী নির্বাচনে তাদের মতামত প্রদান করেন। পরে ভোট গ্রহণের মাধ্যমে প্রার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। সকলের মতামতের উপর ভিত্তি করে কেন্দ্রীয় ভাবে প্রার্থী মনোনয়ন করা হবে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।