গজারিয়া উপজেলার বাউশিয়া, ইউনিয়ন মনাইরকান্দি, গ্রামীণ অবকাঠাম সংস্কার রক্ষণাবেক্ষণ কর্মসূচির প্রকল্পের বরাদ্দে রাস্তাটি মেরামত করা হলে বৃষ্টির কারণে রাস্তাটি ভেঙে যায় জনগণের চরম দুর্ভোগ। শনিবার, সকালে সরজমিন গিয়ে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায় কয়েক মাস আগে রাস্তাটি মেরামত করা হয়েছিল কালবৈশাখী বৃষ্টির কারণে রাস্তাটি ভেঙে যায় তাই স্কুল কলেজের ছাত্র-ছাত্রী আসা যাওয়া খুবই কষ্ট হয় এলাকাবাসী দাবি প্রতিপক্ষ দ্রুত রাস্তাটি মেরামত না করলে মানুষের যাতায়াত করতে কষ্ট হবে।
স্থানীয় মনাইরকান্দি গ্রামের মো: কামাল মেম্বর, বলেন রাস্তাটি সরকারি বরাদ্দর টাকা দিয়ে মেরামত করে দিয়েছিলাম আবারো বৃষ্টির কারণে ভেঙে গেছে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়েছি।
এ বিষয়ে বাউশিয়া, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: এবাদুল হক, বলেন আমি আমাদের নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পরিদর্শন করা করেছি দেখা গেছে রাস্তাটি ভেঙে গেছে এই বৃষ্টির কারণে আরো কয়েকটি রাস্তা ভেঙে গেছে নতুন বরাদ্দ পেলে রাস্তাগুলো মেরামত করা হবে।
বিষয়ে গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম, বলেন রাস্তাটি আমি নিজে পরিদর্শন করে এসেছি দ্রুত রাস্তাটি মেরামত করে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি বলেন জনগণের কষ্ট লাঘবের জন্য দ্রুত কাজ করা হবে।