গোমস্তাপুরে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে নৌ সচিব

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৭:৫৮ পিএম
গোমস্তাপুরে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে নৌ সচিব

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনায় অবস্থিত ভারত থেকে আমদানি করা আদানির বিদ্যুৎ গ্রহণ কেন্দ্র (সাব স্টেশন) পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও নেসকোর চেয়ারম্যান ইউসুফ আলী। শনিবার সকালে সফরের শুরুতে তিনি চন্দনায় ভারত থেকে আমদানি করা আদানির বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি গোমস্তাপুরে নেসকোর কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায়। তার সফর সঙ্গী হিসেবে বিদ্যুৎ বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে