পুলিশের হেফাজতে প্রশ্নফাঁস: দুই সদস্য ক্লোজড, তদন্তে তিন কমিটি

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৮:০২ পিএম
পুলিশের হেফাজতে প্রশ্নফাঁস: দুই সদস্য ক্লোজড, তদন্তে তিন কমিটি

আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের একটি প্রশ্নপত্র বাতিল ঘোষণা করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। শনিবার (২১ জুন) এই সিদ্ধান্ত জানানো হয়, নওগাঁ জেলার ধামইরহাট থানায় রাখা প্রশ্নপত্রের ট্রাংক তালা ভাঙা অবস্থায় পাওয়া যাওয়ার প্রেক্ষিতে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্তে গঠিত হয়েছে একাধিক কমিটি।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার (১৮ জুন) রাতে, যখন ধামইরহাট থানার হাজতে থাকা এক আসামি প্রশ্নপত্রের ট্রাংক খুলে ফেলে। ট্রাংকের ভেতরে থাকা ইতিহাস দ্বিতীয় পত্রের (বিষয় কোড-৩০৫) প্যাকেটবন্দি প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হয় এবং কয়েকটি প্রশ্ন ছিঁড়ে ফেলা হয়। ট্রাংকের দুটি তালা ও সিলগালা ভাঙা অবস্থায় দেখা যায়। ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, আসামির এক হাতে হাতকড়া থাকলেও অন্য হাত ছিল খোলা। সেই সুযোগে সে নখ দিয়ে সিলগালা খুলে এবং তালা ভেঙে প্রশ্নপত্র ছিঁড়ে ফেলে। সিসিটিভি ফুটেজে এসব দৃশ্য ধরা পড়েছে। ঘটনায় আসামির বিরুদ্ধে সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

১. রাজশাহী শিক্ষা বোর্ড প্রশ্ন ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইতিহাস দ্বিতীয় পত্রের বাতিল হওয়া সেটের পরিবর্তে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

২. এই পরীক্ষা ১৯ জুলাই অনুষ্ঠিত হবে এবং বিভাগের আটটি জেলাতেই নতুন সেট ব্যবহার করা হবে।

৩. দুটি পুলিশ সদস্য— একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল—কে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

৪. জেলা প্রশাসন, জেলা পুলিশ ও রাজশাহী শিক্ষা বোর্ড পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, “প্রশ্নপত্রের মতো স্পর্শকাতর বিষয় থানার হাজতে রাখা এবং সেখানে আসামির উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত দলসহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের কাছে ঐ বিষয়ের বিভিন্ন সেটের প্রশ্ন সংরক্ষিত থাকায় নতুন সেট ব্যবহার করে পরীক্ষা গ্রহণে কোনো জটিলতা হবে না। তাই এইচএসসি পরীক্ষা পূর্বঘোষিত সময় অনুযায়ী ২৬ জুন শুরু হবে।

রাজশাহী বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশ্নের সংখ্যা ঠিক থাকলেও নিরাপত্তা লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট সেট বাতিল করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে