টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান, সিলগালা

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ২১ জুন, ২০২৫, ০৮:৫৩ পিএম
টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান, সিলগালা
গাজীপুরের টঙ্গীর তিলারগাতী এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এসতেকার আহম্মদ। এ সময় অভিযানে অংশ নেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ, বিজিবি ও আনসার সদস্যবৃন্দ। জানা গেছে, জৈনক মতিনের মালিকানাধীন কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে আসছিল। অভিযানকালে কারখানা থেকে আনুমানিক ৪৫-৫০ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল উদ্ধার করা হয় এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এসতেকার আহম্মদ বলেন, পরিবেশ রক্ষায় পলিথিন কারখানায় অভিযান অব্যাহত থাকবে।
0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW