ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা: ‘বিপজ্জনক উত্তেজনার বিস্তার’, আশঙ্কা গুতেরেসের

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ১২:৪০ পিএম
ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা: ‘বিপজ্জনক উত্তেজনার বিস্তার’, আশঙ্কা গুতেরেসের

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালায়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এ ঘটনাকে একটি “বিপজ্জনক উত্তেজনার বিস্তার”আখ্যা দিয়ে এটি মধ্যপ্রাচের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। রোববার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব এসব কথা তুলে ধরেন।

আন্তোনিও গুতেরেস বলেন, “ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগে আমি অত্যন্ত উদ্বিগ্ন। চরম অস্থিতিশীলতায় থাকা একটি অঞ্চলে এই হামলা উত্তেজনা আরও বাড়াবে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এই সংঘাত দ্রুতই নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে। এর ফলে সাধারণ নাগরিক, পুরো (মধ্যপ্রাচ্য) অঞ্চল ও বিশ্বজুড়ে ভয়াবহ দুর্ভোগ নেমে আসতে পারে।”

আন্তোনিও গুতেরেস বলেন, “উত্তেজনা প্রশমন এবং জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের অন্যান্য বিধান অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করতে আমি সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানাচ্ছি।”

এসময় সংঘাত এড়িয়ে কূটনীতির মাধ্যমে শান্তি ফেরানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য,  স্থানীয় সময় রোববার ভোরে ফোরদো, ইসফাহান ও নাতানজের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, “আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা পরিচালনা করেছি, যার মধ্যে রয়েছে ফোরদো, নাতানজ ও ইসফাহান।”

তবে হামলা সত্ত্বেও ওই স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ না করে বরং চালিয়ে যাওয়া হবে বলে দাবি করেছে ইরান।