লাকসামে মানুষের সেবায় কাজ করছে নাছির ফাউন্ডেশন

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) : | প্রকাশ: ২২ জুন, ২০২৫, ১২:৪৮ পিএম
লাকসামে মানুষের সেবায় কাজ করছে নাছির ফাউন্ডেশন

লাকসামে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে নাছির ফাউন্ডেশন । মানবসেবা মূলক কার্য্যক্রম , সমাজের মানুষদের বিভিন্ন সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নাছির ফাউন্ডেশন।

জানা যায় নাছির ফাউন্ডেশন বিনা মূল্য অসহায়দের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান , খাদ্য সামগ্রী বিতরণ, নারীদের আত্বকর্মসংস্থান  ও অর্থনৈতিক স্বাবলম্বী , গরীবদের মাঝে টিন বিতরণ, মসজিদ নির্মাণ , সেলাই মেশিন বিতরণ এবং জামেয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসা নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, কম্পিউটার প্রশিক্ষণ বিভাগ, ৫ম সমাপনী পরীক্ষা , হিফজ রিভিশন বিভাগ, জনকল্যাণ মূলক কর্মকান্ডসহ অসংখ্য জনকল্যাণকর কাজ করে যাচ্ছে । মানুষের সেবায় কাজ করায় নাছির ফাউন্ডেশন এলাকায় সুনাম অর্জন করেছে । লাকসাম উপজেলার দোখাইয়া গ্রাম মজুমদার বাড়ীর মরহুম মো: গোলাম মোস্তাফা মজুমদারের দ্বিতীয় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাছির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো: নাছির উদ্দিন মজুমদার বলেন লাকসাম ছিলোনিয়া বাঁশ বাজার খাল পাড়ে ভবণ নির্মাণ করে ফাউন্ডেশন ও মাদ্রাসার বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠা করেছি। এলাকার সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে জনকল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত করি।  তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে